সীমান্তে পর্যটক টানতে এবার একটা গ্রামের ভোল বদলে দিল সেনা
একটা গ্রামের ভোলই বদলে গেল। আর তা করে দেখাল সেনা। কোনও সাধারণ মানুষ নন, কোনও সংস্থা নয়। সীমান্ত পর্যটনে এবার হাত বাড়িয়ে দিল সেনা।
হিমালয়ে সীমান্ত পর্যটন থেকে পর্যটকরা অনেক সময় দূরত্ব বজায় রাখেন যথেষ্ট পরিকাঠামোর অভাবে। ভাল থাকার জায়গা, সুরক্ষা, খাওয়াদাওয়ার ভাল ব্যবস্থা, আরাম করার জন্য বিভিন্ন সুবিধা এবং এমন নানা পরিকাঠামো অনেক জায়গায় অমিল হওয়ায় পর্যটকরা সেখানে ইচ্ছে থাকলেও যেতে চান না।
আবার সীমান্তে অনেক জায়গায় সাধারণ মানুষের প্রবেশও নিষেধ। এবার সেই সীমান্ত পর্যটনের পালে হাওয়া দিতে এগিয়ে এল ভারতীয় সেনা। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় নামজিয়া নামে জায়গায় ভারতীয় সেনাই এগিয়ে এসে পর্যটনের পরিকাঠামো তৈরি করেছে।
পর্যটকদের ঘোরার জন্য খুলে দেওয়া হয়েছে সীমান্তের শিপকি লা পাস। সুরক্ষিত ও আরামদায়ক বেড়ানোর ব্যবস্থাও পাকা করেছে সেনা। যাতে পর্যটকরা সেখানে যেতে আকর্ষণ অনুভব করেন।
পাহাড়ের বুকে এই জায়গা ছবির মত সুন্দর। এখান থেকে দেখা যাওয়া রিও পারজিয়াল পাহাড় এবং শতদ্রু নদীর উপত্যকার রূপ পর্যটকদের এক না ভোলা সৌন্দর্যের সামনে দাঁড় করাবে।
ভাল থাকার জায়গা, সুরক্ষা, খাওয়াদাওয়ার ভাল ব্যবস্থা, আরাম করার জন্য বিভিন্ন সুবিধা এবং এমন নানা পরিকাঠামো সেনাই তৈরি করে দিয়েছে নামজিয়ায়। এখানে পর্যটকদের আনাগোনা বাড়লে সেখান থেকে যে আয় হবে তা এখানকার মেধাবী ছাত্রদের পড়াশোনায় খরচ করা হবে। তাদের অনলাইনে দেশের প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষাদান করার ব্যবস্থা করা হবে।
এলাকার সার্বিক উন্নয়নেও এই পর্যটন সুবিধা কার্যকরি ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। দেশ গঠন, সামাজিক কল্যাণ, প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের সার্বিক উন্নয়নে ভারতীয় সেনার এই উদ্যোগ এক কথায় অসামান্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













