হিমালয়ের দুর্গম অঞ্চলে ভারতীয় সেনার মোনোরেল, ছবি - আইএএনএস
হাজার হাজার ফুট উচ্চতায় হিমালয়ের দুর্গম পার্বত্য এলাকায় ভারতীয় সেনাবাহিনী তৈরি করল পরিবহনের এক নতুন উপায়। অতটা উপরে খাদ্যদ্রব্য থেকে ওষুধপত্র, অস্ত্র থেকে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রি, সারাবছর যাতে খুব সহজে পৌঁছনো যায় সেজন্য এক অসামান্য পথ নিল তারা।
উচ্চতার সাথে সাথেই দুর্গম বরফাবৃত এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বছরের অধিকাংশ সময়ই সেখানে যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে যায়। এইসব সমস্যা সত্ত্বেও যাতে ওই উচ্চতায় প্রয়োজনীয় রসদের সরবরাহ স্বাভাবিক থাকে তার জন্য ভারতীয় সেনার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হিমালয়ের কয়েক হাজার ফুট উঁচু শিখরে কর্তব্যরত সেনাদের জন্য মোনোরেল পরিষেবা দেওয়া শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য থেকে গোলাবারুদ, ওষুধ বা অন্য সামগ্রি, সবকিছুই খুব শীঘ্র তাঁদের কাছে পৌঁছে যাবে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে বছরভর কাজ করার জন্য এই ব্যবস্থাটি উপযুক্ত।
হিমালয়ের ১৬ হাজার ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীর সাহায্যার্থে এই ব্যবস্থা শুরু হয়েছে। সেনাদের মতে তুষারপাতের কারণে অধিকাংশ সময়েই এই অঞ্চলে চিরাচরিত পরিবহন ব্যবস্থা কাজ করেনা। ফলে অত্যাবশ্যকীয় সামগ্রি পৌঁছতে অসুবিধা হয়।
সেনাবাহিনীকে এইসব সমস্যা থেকে মুক্তি দিতেই স্বদেশী প্রযুক্তিতে তৈরি এই মোনোরেল ব্যবস্থার সূচনা হয়েছে। এই মোনোরেলটি বর্তমানে পুরোপুরিভাবে চালু হয়ে গেছে। মোনোরেলটি একবারে ৩০০ কিলোগ্রামের বেশি ভারও বহন করতে সক্ষম।
এই মোনোরেল শুধু প্রয়োজনীয় জিনিসপত্রই পাহাড়ের উঁচুতে পৌঁছে দেবে এমনটা নয়, কেউ সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত নামিয়ে আনার কাজও করবে এই মোনোরেল। সেনাবাহিনীর মতে এই ব্যবস্থাটি সেইসব দুর্গম অঞ্চলের জন্য ভীষণ উপযোগী যেখানে সড়কপথ বা যোগাযোগের অন্য কোনও সুবিধাজনক মাধ্যম নেই বা থাকলেও আবহাওয়ার কারণে অধিকাংশ সময় স্তব্ধ হয়ে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…