National

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্য উচ্চতায় নিয়ে গেল স্কাইস্ট্রাইকার

ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে। সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্য উচ্চতা দিচ্ছে স্কাইস্ট্রাইকার। কি এই স্কাইস্ট্রাইকার, রইল বিস্তারিত।

Published by
News Desk

পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের পঞ্জাবে তৈরি হওয়া জঙ্গি ঘাঁটিগুলিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উড়িয়ে দিয়েছে ভারত। জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তান সরকার এর পাল্টা ভারতের সীমান্তপারে হামলা চালানোর চেষ্টা করে।

কিন্তু তাদের একটিও ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভারতের জমি ছুঁতে পারেনি। তার আগে আকাশেই সেগুলিকে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। দেশের সুরক্ষার এই শক্তিশালী চেহারাকে শক্তি যোগানোর ক্ষেত্রে যে ড্রোন বড় ভূমিকা নিয়েছে তা হল স্কাইস্ট্রাইকার।

ভারতের আদানি গ্রুপের আলফা ডিজাইন টেকনোলজিস ও ইজরায়েলের এলবিট সিস্টেমস-এর যৌথ প্রচেষ্টায় তৈরি এই ড্রোন অতি শক্তিধর। এটি ২ ঘণ্টা টানা আকাশে উড়তেও সক্ষম। বেঙ্গালুরুতে তৈরি এই স্কাইস্ট্রাইকার ড্রোন মেক ইন ইন্ডিয়া-র এক অসামান্য উপহার।

আদানি গোষ্ঠীর এই উদ্যোগ কিন্তু ভারতকে আগামী দিনে একটি প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারে। ইতিমধ্যেই পাকিস্তানের দিক থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলিকে যেভাবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ সুরক্ষা ব্যবস্থা নাস্তানাবুদ করে দিয়েছে তা দেশের সুরক্ষা বন্দোবস্ত সম্বন্ধে মানুষকে নিশ্চিন্ত করেছে।

বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থা যে অনেকটাই প্রযুক্তি নির্ভর আর তাতে যে ভারত গত ৪ দিনে নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে তা জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং।

জাতীয় সুরক্ষায় ভারতের নিজস্ব প্রযুক্তি সফলভাবে কার্যকরি বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে সাধুবাদ জানান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts