National

পাক ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ভারত, জম্মু, পঞ্জাবে ব্ল্যাকআউট, সাইরেনের আওয়াজ

ভারতের বিভিন্ন শহরে পাক ক্ষেপণাস্ত্র হানার চেষ্টা ব্যর্থ করে দিল ভারত। জম্মুতে আকাশেই ধ্বংস করা হয় পাক ক্ষেপণাস্ত্র। জম্মুতে ব্ল্যাকআউট করা হয়। বাজানো হয় সাইরেন।

Published by
News Desk

পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করে দিল ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল। ফলে একটি ক্ষেপণাস্ত্রও ভারতের মাটি ছুঁতে পারেনি। তা আকাশেই ধ্বংস হয়।

ভারতের ১৫টি শহরকে লক্ষ্য করে পাকিস্তানের তরফে ক্ষেপণাস্ত্র হানা করা হয়। তবে কোনও চেষ্টাই তাদের সফল হয়নি। এমনকি সূত্রের খবর পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানও ভারত ক্ষেপণাস্ত্র ছুঁড়ে গুঁড়িয়ে দেয়।

এই আধুনিক যুদ্ধবিমানটি পাকিস্তানের সারগোধা সেনা ঘাঁটি থেকে উড়েছিল। ওড়ার কিছু পরে তা আকাশেই ধ্বংস করে দেয় ভারতের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।

পাকিস্তানের দিক থেকে এই হানার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পাশাপাশি ভারত যাবতীয় সতর্কতায় ত্রুটি রাখছে না। জম্মু ও কাশ্মীরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। সাইরেন বাজতে থাকে। পঞ্জাবেও সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাকআউট করা হয়েছে। রাজস্থানেও তাই।

সীমান্তবর্তী এসব জায়গার বাসিন্দাদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। জম্মুতে আকাশে একের পর এক আলোর ঝলকানি নজর কাড়ে। ভারত পাকিস্তানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানা আকাশেই ধ্বংস করতে থাকে। যার জন্য আকাশে এই আলোর ঝলকানি। জম্মুতেই ৮টি পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত।

পাকিস্তান যে শহরগুলিকে তাদের লক্ষ্য করেছিল তারমধ্যে রয়েছে জম্মু, শ্রীনগর, অবন্তিপুরা পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোধি, উত্তরলাই এবং ভুজ।

এই সব জায়গাতেই পাক হানার চেষ্টা বানচাল করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে পাল্টা আঘাতে ভারত লাহোর সহ পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk