Categories: National

৩ দিন পর পাম্পোরের ইডিআই ভবনে ঢুকল সেনা

Published by
News Desk

জম্মু কাশ্মীরের পাম্পোরে সরকারি ভবনে লুকিয়ে থাকা জঙ্গিদের মধ্যে ২ জনকে খতম করল ভারতীয় সেনা। বাকি জঙ্গিদেরও প্রায় কোণঠাসা করে ফেলেছে তারা। সেনা সূত্রের খবর, ধীরে হলেও ক্রমশ জঙ্গিদের ঘিরে ফেলছে সেনা। আটঘাট বেঁধেই এগোচ্ছে তারা। ফলে সময় লাগছে। কিন্তু কোনও ঝুঁকির পথে হাঁটতে রাজি নয় তারা। ৪৮ ঘণ্টা পার করে ৭ তলা ভবনটিতে বুধবার সকালে ঢুকে পড়ে সেনা। ৭০টি ঘর বিশিষ্ট ভবনের বিভিন্ন কোণায় বাঁচার জন্য লুকিয়ে বেড়াচ্ছে জঙ্গিরা। তাই সতর্ক হয়েই পা ফেলছে সেনা।

প্রায় ৩ দিন একটি বাড়ির মধ্যে লুকিয়ে থাকার জন্য জঙ্গিদের খাবারের রসদ জুগিয়েছে ভবনের ওপর তলার ক্যান্টিন। সেখানে খাবার মজুত থাকায় উদরপূর্তির কাজটা সহজ হচ্ছে জঙ্গিদের কাছে। অনেক ঘর থাকায় লুকিয়ে বেড়াতেও সুবিধা হচ্ছে। তাই সেনাও সতর্ক। ইতিমধ্যেই জঙ্গিদের গুলিতে ২ সেনা জওয়ান আহত হয়েছেন। তাই আর ঝুঁকি নিতে রাজি নয় তারা। তবে অপারেশনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে বলেই খবর সেনা সূত্রে।

Share
Published by
News Desk