National

মাঝ সমুদ্রে ৩ ঘণ্টার অপারেশন, পাক নাগরিকের প্রাণ বাঁচাল ভারতীয় সেনা

আরবসাগরের জলে এক অনবদ্য নজির গড়ল ভারতীয় সেনা। ভারত যে শান্তির বার্তা নিয়ে সর্বদাই মানবিক আচরণে বিশ্বাসী তা ফের প্রমাণ হল।

Published by
News Desk

মধ্য আরবসাগরের জলে ভেসে বেড়াচ্ছিল ভারতীয় নৌসেনার আইএনএস ত্রিখণ্ড। সেই সময় তাদের কাছে একটি সাহায্য প্রার্থনার বার্তা এসে পৌঁছয়। ওমান উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল দূরে আরবসাগরে একটি ইরানি নৌকা আল ওমেদি থেকে বার্তাটি আসে।

বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে ভারতীয় নৌসেনা জানতে পারে ওই নৌকার ইঞ্জিনে কাজ করার সময় এক নাবিক গুরুতর আহত হয়েছেন। তাঁর আঙুলের অবস্থা করুণ। প্রচুর রক্তপাত হয়েছে।

তাঁকে একটি মাছ ধরার নৌকা আবদুল রহমান হানজিয়া-তে তুলে দেওয়া হয়েছে। যেটি আবার ইরানে ফিরছে। কিন্তু ওই ব্যক্তির যা অবস্থা তাতে তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন।

ভারতীয় নৌসেনার আইএনএস ত্রিখণ্ড সময় নষ্ট না করে দ্রুত পাড়ি দেয় ওই মাছ ধরার নৌকার দিকে। সেখানে গিয়ে দেখা যায় নৌকায় ১১ জন পাকিস্তানি নাগরিক এবং ৫ জন ইরানি নাগরিক রয়েছেন।

যিনি আহত হয়েছেন তিনি একজন পাক নাগরিক। সময় নষ্ট না করে ভারতীয় নৌসেনার চিকিৎসক দল ওই নাবিকের চিকিৎসা শুরু করে।

পরিস্থিতি দেখার পর দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। শুরু হয় অপারেশন। চলে প্রায় ৩ ঘণ্টা। এই ৩ ঘণ্টার অপারেশনের পর অত্যন্ত সংকটজনক পরিস্থিতি থেকে ওই নাবিককে বার করে আনেন ভারতীয় নৌসেনার চিকিৎসকেরা।

তাঁর যে আঙুলে পচন ধরে গিয়েছিল, সেটি বাদ দেওয়া থেকেও বাঁচিয়ে দেন। রক্তপাতও বন্ধ করেন। এমনকি তাঁরা ইরান পৌঁছনোর আগে জলে যাতে ওষুধের কোনও সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় যাবতীয় ওষুধও দিয়ে দেওয়া হয় ভারতীয় নৌসেনার তরফে।

ভারতীয় নৌসেনাকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে এরপর ইরানের দিকে ওই নাবিককে নিয়ে রওনা দেন বাকিরা। আরবসাগরের বুকে ভারতীয় নৌসেনা এই সাহায্যের পর ভারতের মানবিক আচরণের আর এক নজির গড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts