National

বিরাট সাফল্য, দেশ রক্ষায় শক্তি বাড়িয়ে নতুন উচ্চতায় ভারত

আকাশপথে শত্রুপক্ষের আক্রমণ সামাল দিতে নতুন উচ্চতায় পৌঁছল ভারত। এমনই এক অস্ত্র আবিষ্কার করে ফেলল ডিআরডিও। তার পরীক্ষাও সফল হল।

Published by
News Desk

আকাশপথে অতি উচ্চ গতিতে ছুটে আসতে পারে শত্রুপক্ষের মারণাস্ত্র। অনেক নিচু দিয়ে তা ছুটে আসতে পারে। তা ড্রোনও হতে পারে। এমন হানা আটকে দিয়ে দেশকে সুরক্ষিত রাখতে ডিআরডিও এবার এমন এক ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলল যা এই ধরনের আক্রমণকে ব্যর্থ করে দিতে পারে আকাশেই।

এই ক্ষেপণাস্ত্রটির নাম ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা ভিএসএইচওআরএডিএস। যা প্রবল গতিতে ছুটে যাবে দেশের ক্ষতি করতে শত্রুপক্ষের আকাশপথে ছুটে আসা অস্ত্রের দিকে। তারপর তা ধ্বংস করে ফেলবে।

ডিআরডিও এই ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে কাজ করছে কিনা তার পরীক্ষায় দারুণ ভাবে সফল হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে সঠিকভাবে আঘাত হানতে পেরেছে এই ক্ষেপণাস্ত্র।

তাও পরপর ৩ বার। নকল ড্রোন দিয়ে পরীক্ষা হয়। আকাশের খুব নিচ দিয়ে ছুটে আসা সেই ড্রোনে সঠিকভাবে আঘাত হানে ভিএসএইচওআরএডিএস।

ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এ এক অনন্য সংযোজন হতে চলেছে। এটি ভারতীয় সেনার ৩টি বিভাগেরই কাজে লাগবে। স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনা, ৩ সেনাবাহিনীর হাতেই পৌঁছবে এই অস্ত্র।

ওড়িশার চাঁদিপুর থেকে এই ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা করে দেখা হয়েছে। কিছুদিনের মধ্যেই ভারতীয় অস্ত্রভান্ডারে যুক্ত হবে এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার জন্য ডিআরডিও ও সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk