Categories: National

জঙ্গি নিকেশে ভবন গোঁড়াবে সেনা!

Published by
News Desk

একদিন পার হয়ে গেলেও জম্মু কাশ্মীরের পাম্পোরের সরকারি ভবনে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই অব্যাহত রইল। সোমবার ভোর ৬টা নাগাদ ৩ থেকে ৪ জন জঙ্গি ইডিআই ভবনে ঢুকে পড়ে। বহুতলটি দ্রুত ঘিরে ফেলে সেনা। শুরু হয় গুলির লড়াই। সেই লড়াই সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে রাত গড়িয়েও অব্যাহত রইল। মঙ্গলবার সকালেও দু তরফে গুলির লড়াই চলতে থাকে। সূত্রের খবর, জঙ্গি নিকেশে ভারতীয় সেনা ভবনটিই গুঁড়িয়ে দেওয়ার কথা ভেবে দেখছে। সকালে বাড়িটির ২ দিক থেকে রকেট হানা শুরু হয়েছে। বাড়ির তিনতলায় রকেট বিস্ফোরণও হয়। গত ফেব্রুয়ারি মাসেও এই ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় ৩ জঙ্গির মৃত্যু হয়।

Share
Published by
News Desk