ভারতীয় বায়ুসেনার সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
এই প্রথম এমন এক অভিনব কাজ করে দেখাল ভারতীয় সেনা। তাও এমন নিখুঁতভাবে। পাহাড়ের অনেক উচ্চতায়, যেখানে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াটাই একটা চ্যালেঞ্জ সেখানে আরোগ্য মৈত্রী কিউব পৌঁছে দিল ভারতীয় বায়ুসেনা।
মানুষের প্রাণ রক্ষা, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিস পাহাড়ের অনেক উচ্চতায় অতি দুর্গম স্থানেও পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক অনন্য সাফল্য এল সেনার ঝুলিতে।
সুপার হারকিউলিস নামে বায়ুসেনার বিমানে এই আরোগ্য মৈত্রী হেলথ কিউব পৌঁছে দেওয়া হয়। ১৫ হাজার ফুট উচ্চতায় প্যারাড্রপ করানো হয় ওই বিশাল কিউবটিকে।
আর সেটি সঠিক জায়গাতেই নামে। পুরো বিষয়টি ভারতীয় বায়ুসেনার প্যারা ব্রিগেডের নজরদারিতে সম্পন্ন হয়। এই সাফল্যের কথা জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক।
এই সাফল্যের ফলে আগামী দিনে দুর্গম পাহাড়ি জায়গায় কোনও আপৎকালীন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার দরকার পড়লে তা পৌঁছে দেওয়ার কাজটা অনেক সহজ হয়ে গেল।
কেবল সেনাবাহিনীর প্রয়োজন বলেই নয়, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও কারণে তৈরি হওয়া আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে পাহাড়ের অনেক উচ্চতায় অতি দুর্গম স্থানে এই উপায় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সেনার কাজ সহজ করবে।
কোনও জায়গায় বিপর্যয় মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া বা মানবিক সাহায্যের প্রয়োজনে এই উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকেই বাস্তবায়িত করল বলে প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…