রোগী উদ্ধারে বায়ুসেনার অভিযান, ছবি - আইএএনএস
চারিদিকে তুষারপাত চলছে। পুরু বরফে ঢেকে গেছে পথ। ফলে পাহাড়ের সঙ্গে সমতলের সংযোগ গেছে কেটে। রাস্তা বন্ধ হয়েছে। শুধু কি তুষারপাত! তার সঙ্গে আবার রাস্তা কাটাকে আরও নিশ্চিত করে দিয়েছে ধস। তুষারপাত আর ধসে পাহাড়ের উপরিভাগের সঙ্গে নিচের উপত্যকায় পৌঁছনোর উপায় গেছে স্তব্ধ হয়ে।
আর এই কঠিন পরিস্থিতির মাঝেই হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার কেলংয়ের বিলিং গ্রামের এক ৬৩ বছরের বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হয়।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পাহাড়ের ১১ হাজার ফুট উঁচুতে বরফে ঢাকা গ্রামে তাঁর চিকিৎসা ছিল অসম্ভব। তাঁকে বাঁচাতে গেলে পৌঁছতে হত সমতলের কোনও বড় হাসপাতালে। কিন্তু রাস্তা কোথায়! যাওয়ার পথ তো বন্ধ!
এই পরিস্থিতিতে রাজ্যসরকারের তরফ থেকে একটি আবেদন পৌঁছয় ভারতীয় বায়ুসেনার কাছে। বায়ুসেনার তরফে তখনই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার ১১ হাজার ফুট উঁচু থেকে ওই আশঙ্কাজনক রোগী সহ আরও ১ রোগীকে নিয়ে উড়ে যায় আকাশে। তারপর সড়কপথে যে সময় লাগত তার চেয়েও অনেক কম সময়ে তাঁদের নিয়ে উপযুক্ত স্থানে পৌঁছে যায়।
পৌঁছয় ভুন্টার এয়ারফিল্ডে। বেঁচে যায় প্রাণ। সময়ে চিকিৎসা না পেলে যা সম্ভব ছিলনা। রাস্তা বন্ধ হলেও আকাশ পথ দেখাল। বায়ুসেনা প্রাণ বাঁচাল এক দুর্গম পাহাড়ের বাসিন্দার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…