সুড়ঙ্গমুখে আধিকারিকরা, ছবি - আইএএনএস
বিরলতম এক সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ করে ইতিহাস লিখল ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন। জম্মু কাশ্মীরের উত্তরাংশের একটা বড় অংশই দুর্গম। একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া দুষ্কর। এমনও অনেক জায়গা রয়েছে যেখানে সবদিক থেকে পৌঁছনো সম্ভব হয়না।
যেমন জাতীয় সড়ক ১৪৪এ-তে আখনুর ও পুঞ্চ-এর মধ্যে যোগাযোগ তৈরির জন্য একটি সুড়ঙ্গের দরকার ছিল। নাহলে সড়কপথে যোগাযোগে সমস্যা হচ্ছিল। দরকার ছিল ২৬০ মিটার লম্বা একটি সুড়ঙ্গের। যা ওই দুর্গম জায়গায় তৈরিটা ছিল একটা চ্যালেঞ্জ।
বর্ডার রোডস অর্গানাইজেশন-এর তরফে জানানো হয়েছে, অত্যন্ত বিরূপ আবহাওয়ার সঙ্গে লড়াই করে এই সুড়ঙ্গ তৈরি সহজ ছিলনা। প্রবল বৃষ্টি, পাহাড়ি এলাকার ধস প্রতি মুহুর্তে সহ্য করে যেতে হয়েছে। তবে এই কাজ সম্পূর্ণ হয়েছে। তৈরি হয়েছে কান্দি টানেল।
এই সুড়ঙ্গ তৈরির পর সীমান্ত এলাকায় সেনাবাহিনীর যাতায়াতও সহজ হবে। যা কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ জুড়ে সড়ক যোগাযোগ দুর্গমতম স্থানকেও জুড়ে দেওয়ার জন্য দরকার। আর তা দ্রুত তৈরি হচ্ছেও।
একের পর এক প্রয়োজনীয় টানেল তৈরি করে সড়ক যোগাযোগকে অত্যন্ত সহজ করে তোলার চেষ্টা চলছে জোরকদমে। কান্দি টানেল সেই উদ্যোগে এক নতুন পালক যোগ করল। যা আগামী দিনে আখনুর ও পুঞ্চের যোগাযোগকে আরও সুগম করে তুলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…