National

আরবসাগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট

আরবসাগরের ওপর ভেঙে পড়ল একটি ভারতীয় যুদ্ধবিমান। ভেঙে পড়ার খবর মিললেও পাইলটের খোঁজ এখনও পাওয়া যায়নি।

Published by
News Desk

মুম্বই : আরবসাগরের বিপুল জলরাশির মাঝে কোথায় যে তিনি হারিয়ে গেলেন তার খোঁজ মিলছে না। তন্নতন্ন করে খোঁজ চলছে। কিন্তু সাগরের জল অসীম। তার মাঝে কাউকে এভাবে খুঁজে পাওয়া সহজ কথা নয়।

তবে আশা করা হচ্ছে যদি পাইলট ভাসতে থাকেন জলে তবে তাঁকে দেখতে নিশ্চয়ই পাওয়া যাবে। উদ্ধার করাও সম্ভব হবে। সেই আশাতেই চলছে খোঁজ।

গত বৃহস্পতিবারের ঘটনা। ঘড়িতে তখন বিকেল ৫টা। আরবসাগরের বুকে ভেসে যাচ্ছিল ভারতের যুদ্ধবিমান পরিবহণে সক্ষম যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য।

সেই জাহাজ থেকেই আকাশে ওড়ে এই ভারতীয় যুদ্ধবিমান। মূলত যা ব্যবহার হয় অনুশীলনের কাজে। সেই মিগ-২৯কে যুদ্ধবিমানে ছিলেন ২ পাইলট। অনুশীলনের জন্যই আকাশে ওড়েন তাঁরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরবসাগরের ওপরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

বিমানটি আরবসাগরের ওপরই ভেঙে পড়ে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনা যেখানে ঘটে সেখানে বড় এলাকা জুড়ে সাগরে তল্লাশি চলে। সেই তল্লাশি চালাতে গিয়েই ১ জন পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় নৌসেনা।

কিন্তু দ্বিতীয় জনের খোঁজ বৃহস্পতিবারের পর শুক্রবার বেলা পর্যন্তও মেলেনি। তাঁর খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি জারি রয়েছে। এদিকে পুরো ঘটনা কীভাবে ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

কোনওভাবে যদি ওই নিখোঁজ পাইলট নিজেকে ভাসিয়ে রাখতে সক্ষম হন তাহলে তাঁকে পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে। সেই আশায় বুক বেঁধেই চলছে তল্লাশি। আকাশ পথেও যেমন তল্লাশি চালানো হচ্ছে হেলিকপ্টারে, তেমনই যুদ্ধজাহাজ নিয়ে জল তোলপাড় করে চলছে খোঁজ।

এদিকে অনুশীলনের জন্য মিগ ব্যবহার করতে গিয়ে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় সেনার বিমানচালকরা। যদিও অনুশীলনের জন্য মিগ ব্যবহার তার জন্য বন্ধ হয়নি। এবার ফের দুর্ঘটনা ঘটল সেই মিগ নিয়ে উড়তে গিয়েই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts