National

কী যেন নড়ছে, তাক করে গুলি চালাতেই এল বড় সাফল্য

ভারত-পাক সীমান্তে কিছু একটা নড়তে দেখে গুলি চালাতেই সেনার হাতে এল বড় সাফল্য।

Published by
News Desk

শ্রীনগর : শনিবার কাকভোর। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় ভারত-পাক সীমান্তের নৌগাম সেক্টরে। এখানে তখন অতন্দ্র প্রহরায় ছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। সেই সময় ভারত-পাক সীমান্তের গাছপালা ঘেরা জায়গায় কিছু একটা নড়াচড়া করছে বলে মনে হয় সেনাদের। প্রথমে তাঁরা বোঝার চেষ্টা করেন কী নড়ছে। তারপর ঝুঁকি না নিয়ে তাক করে গুলি চালান।

গুলি চালাতেই সামনে আসে আসল সত্য। ওই ভোরেই পাকিস্তান থেকে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলছিল। ভারতীয় সেনা গুলি চালাতেই যা পণ্ড হয়ে যায়। গুলিতে ২ অনুপ্রবেশকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি যদি কেউ থেকে থাকে তারা ফের পাকিস্তানের দিকেই পালিয়ে গিয়ে থাকতে পারে।

ভারতীয় সেনা ওই ২ অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করেছে। তাদের কাছ থেকে যা অস্ত্র উদ্ধার হয়েছে তা দেখে হতবাক সেনা আধিকারিকরাও। একে-৪৭এ-র মত আধুনিক রাইফেল সহ একটা যুদ্ধের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অস্ত্র নিয়েই ভারতে ঢোকার চেষ্টা চলছিল পাকিস্তানের দিক থেকে। সেই চেষ্টা এদিন ব্যর্থ করে দিল ভারতীয় সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts