Kolkata

কলকাতায় করোনায় প্রাণ গেল এক ব্রিগেডিয়ারের

কলকাতাতেই কর্মরত ছিলেন তিনি। করোনা প্রাণ কাড়ল ভারতীয় সেনার এক ব্রিগেডিয়ারের।

Published by
News Desk

কলকাতা : ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিক তিনি। ব্রিগেডিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি কাজ করছিলেন ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারে। কলকাতার ফোর্ট উইলিয়ামে ছিলেন তিনি। সেখানেই সম্প্রতি তাঁর দেহে করোনা ধরা পড়ে। ব্রিগেডিয়ার বিকাশ সান্যালকে সেনা হাসপাতালেই ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আলিপুরের সেনা হাসপাতালে চিকিৎসা চললেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। করোনা প্রাণ কাড়ল ব্রিগেডিয়ার সান্যালের। বৃহস্পতিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও কন্যা রয়েছেন। তাঁদেরও করোনা পরীক্ষা হয়েছিল। ২ জনেরই করোনা পজিটিভ ধরা পড়েছে। তাঁরাও বর্তমানে চিকিৎসাধীন।

ব্রিগেডিয়ার বিকাশ সান্যাল ও তাঁর পরিবারের সংস্পর্শে গত কয়েকদিনে কতজন এসেছিলেন তার খোঁজ শুরু হয়েছে। হচ্ছে চিহ্নিতকরণের কাজ। নিয়ম অনুযায়ী তাঁদের সকলকেই কোয়ারেন্টিনে যেতে হবে। প্রয়োজনে তাঁদের করোনা পরীক্ষাও হতে পারে। এক সেনা আধিকারিকের মৃত্যু অবশ্যই ভারতীয় সেনার জন্য বড় ক্ষতি।

Share
Published by
News Desk

Recent Posts