Categories: National

আরব সাগরে ২টি সন্দেহজনক নৌকা, নজর রাখছে ভারত

Published by
News Desk

আরব সাগরের ওপর ২টি পাক নৌকা নিয়ে ফের সন্দেহ ঘনীভূত হল। তবে কী সার্জিক্যাল স্ট্রাইকের জবাব ফের জলপথে জঙ্গি অনুপ্রবেশ দিয়ে দিতে চাইছে পাকিস্তান? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞেরা। কারণ ভারত-পাক সীমান্তে নিশ্ছিদ্র নজরদারি রয়েছে। জঙ্গি ক্যাম্পগুলিও সীমানা ছেড়ে পাততাড়ি গুটিয়েছে। ফলে কাশ্মীর দিয়ে অনুপ্রবেশ মুশকিল। তাই কী এবার অন্য পথে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গিরা? এদিকে এদিন বারামুলায় ফের জঙ্গি হানার পর এলাকা তন্নতন্ন করে চষে ফেলেছেন ভারতীয় জওয়ানরা। সেনার তরফে দাবি করা হয়েছে জঙ্গিদের সংখ্যা ছিল ৩-৪ জন। মনে করা হচ্ছে স্থানীয় কারও সাহায্যেই বারামুলা সেনা শিবিরে হামলা চালিয়েছে জঙ্গিরা। তদন্ত শুরু হয়েছে। পাক জঙ্গিদের খোঁজে ঝিলম নদীতেও এদিন দিনভর খানাতল্লাশি চালান ভারতীয় সেনারা।

Share
Published by
News Desk