National

অস্ত্র পাচারকারী পাক ড্রোন গুলি করে নামাল সেনা

একটি পাক ড্রোনকে গুলি করে নামাল সেনা। ড্রোনে পাচার হচ্ছিল অস্ত্র।

Published by
News Desk

জম্মু : শনিবার ভোর ৫টা ১০। কাকভোর বলা যেতেই পারে। সেই ভোরেই পাক-ভারত সীমান্তে ভারতের আকাশে দেখা মেলে একটি ড্রোনের। ড্রোনে কিছু রয়েছে বলেও দেখতে পান বিএসএফ জওয়ানরা। লুকিয়ে প্রবেশের সবরকম চেষ্টা করলেও বিএসএফ-এর নজরে পড়া ড্রোনটি আর রেহাই পায়নি। পাকিস্তানি ড্রোনটিকে গুলি করে নামান বিএসএফ জওয়ানরা।

ব্লেডের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ৮ ফুট লম্বা ড্রোনটি বেশকিছু অস্ত্র নিয়ে যাচ্ছিল। যার মধ্যে ছিল মার্কিন মুলুকে তৈরি এম-৪ রাইফেল, ২টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড কার্তুজ এবং ৭টি গ্রেনেড। ড্রোনটি পরীক্ষা করার পর জানা গেছে সেটি ‘আলি বাবা’ বলে কারও কাছে পাচার করা হচ্ছিল। তার আগেই ভারতীয় সেনার নজরে পড়ে যায় সেটি।

ঘটনাটি ঘটেছে কাশ্মীরের খাটুয়া জেলায় ভারত-পাক সীমান্তে। পুলিশ জানাচ্ছে ড্রোনটি পাকিস্তানি ড্রোন। যা পানেসর সীমান্তের ওপারে পাকিস্তানি আউটপোস্ট থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সেখান থেকেই ভারতের আকাশে ঢুকিয়ে দেওয়া হয় ড্রোনটিকে। কে এই আলি বাবা তা খুঁজে দেখার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts