National

পুলওয়ামা কাণ্ডের পুনরাবৃত্তি রুখে দিল সেনা, উদ্ধার গাড়ি বোমা

গত বছরের ফেব্রুয়ারির পুলওয়ামা কাণ্ডের পুনরাবৃত্তি সেই পুলওয়ামাতেই রুখে দিল সেনা। রাতের অন্ধকারে বিস্ফোরক বোঝাই গাড়ি ফেলে পালাল জঙ্গি।

Published by
News Desk

শ্রীনগর : তখন গভীর রাত। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা এলাকায় একটি স্যান্ট্রো গাড়ির পথ আটকায় সেনা। সেনার কাছে আগে থেকেই একটা খবর ছিল। সেইমত গাড়িটি আটকানোর চেষ্টা করতে রাতের অন্ধকারে গাড়ি থেকে বেরিয়ে আসে চালক। সামান্য গুলি বিনিময়ও হয়। তবে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে গাড়ি ফেলেই চম্পট দেয় চালক। সেনা গাড়িটিকে ঘিরে নেয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর দেখা যায় গাড়ির মধ্যে রয়েছে একটি নীল রঙের ড্রাম।

বম্ব স্কোয়াডের আধিকারিকরা দেখেন ওই নীল ড্রামে বোঝাই করা রয়েছে আরডিএক্স। ওই বিপুল পরিমাণ বিস্ফোরক আরও একটি পুলওয়ামা বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট ছিল। জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানানো হয় সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের উদ্যোগে এই নাশকতার ছক বানচাল করা সম্ভব হয়েছে। এদিকে বম্ব স্কোয়াড বিস্ফোরক নিষ্ক্রিয় করার জায়গায় অন্য পথে হাঁটে।

বম্ব স্কোয়াডের আধিকারিকরা বৃহস্পতিবার ভোরে গাড়িটি যেখানে রাখা ছিল তার আশপাশ থেকে বহুদূর পর্যন্ত মানুষকে সরে যাওয়ায় নির্দেশ দেন। তারপর ওই গাড়ি বোমাটি ওখানেই ফাটিয়ে দেওয়া হয়। বিস্ফোরণের তীব্রতা বহুদূর পর্যন্ত এলাকাকে কাঁপিয়ে দেয়।

যে গাড়িটি চালাচ্ছিল সে হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গাড়িতে লাগানো নম্বর প্লেট একটি দুচাকার বলে জানানো হয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় এমনই একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয় সেনা কনভয়ে। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts