Categories: National

হাসপাতালগুলিকে তৈরি রাখুন, মুফতি সরকারকে জানাল কেন্দ্র

Published by
News Desk

শনিবার ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে গুলিবর্ষণ করল পাকিস্তান। জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে এদিন ভোর ৪টে থেকে গুলি বর্ষণ শুরু করে তারা। ঘণ্টা চারেক সীমান্তপার থেকে এই গুলিবর্ষণ অব্যাহত ছিল। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এদিকে সার্জিক্যাল স্ট্রাইকের পর কাশ্মীরে যে কোনও সময়ে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে ভারত। তাই সেনা ও যুদ্ধাস্ত্র তৈরি রাখা হয়েছে। কাশ্মীর ও পঞ্জাবের পাক সীমান্তবর্তী শতাধিক গ্রাম ফাঁকা করে দেওয়া হয়েছে। শনিবার কেন্দ্রের তরফে জম্মু কাশ্মীর সরকারকেও রাজ্যের হাসপাতালগুলিকে তৈরি রাখার অনুরোধ করা হয়েছে। হাসপাতালে যথেষ্ট সংখ্যক চিকিৎসক, নার্স ও ওষুধ মজুত রাখতে বলা হয়েছে। এদিকে সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখেন সেনাপ্রধান।

Share
Published by
News Desk