National

গুহামুখের মত ফাঁক, জঙ্গিদের লুকোনো ডেরার খোঁজ

বড়সড় সাফল্য পেল সুরক্ষাবাহিনী। কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র একটি গোপন ডেরার হদিশ পেল তারা।

Published by
News Desk

শ্রীনগর : পাহাড়ি এলাকা। একটা জায়গায় একটা গুহামুখের মত ফাঁক। আপাত দৃষ্টিতে অগ্রাহ্য করার মতন। এমন ফাঁক তো পাহাড়, জঙ্গল ঘেরা এলাকায় হামেশাই দেখা যায়। কিন্তু সেই হাঁ মুখই যে কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র একটি গোপন ডেরার প্রবেশপথ তা বোঝা দায়। গোপন সূত্রে খবর পেয়ে সেই ডেরায় হানা দিল সুরক্ষাবাহিনী। শুধু জঙ্গিদের গোপন ডেরার খোঁজই নয়, সেইসঙ্গে জঙ্গিদের সাহায্যকারী এক ব্যক্তিকেও গ্রেফতার করতে সমর্থ হয়েছে বাহিনী।

জাহুর ওয়ানি নামে ওই ব্যক্তি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র গোপন ডেরায় প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিত। জঙ্গিদের গাড়ির বন্দোবস্ত করে দিত। জঙ্গিদের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার ব্যবস্থাও করত এই জাহুর। স্থানীয় ওই ব্যক্তিকে পাকড়াও করতে পেরেছে বাহিনী। শনিবার তাকে গ্রেফতার করা হয়। জম্মু কাশ্মীরের বাদগাম জেলার আরিজাল গ্রামে ওই জঙ্গি ডেরায় হানা দিয়েই জাহুরকে গ্রেফতার করে সুরক্ষাবাহিনী।

জাহুরের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। জঙ্গি ডেরা থেকেও উদ্ধার হয়েছে অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র। ওই এলাকারই জাহুর ছাড়াও আর ৪ জনকে গ্রেফতার করে বাহিনী। তারাও জঙ্গিদের গোপনে সাহায্য পৌঁছে দিত। সুরক্ষাবাহিনী ওই এলাকা তন্নতন্ন করে খুঁজছে। সুরক্ষাবাহিনী মনে করছে আরও জঙ্গি ও জঙ্গি ডেরার খোঁজ তারা দ্রুত পাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts