National

আকাশ থেকে ঝরে পড়ল ফুল, স্যালুট জানাল সেনা

সারা দেশের বিভিন্ন প্রান্তে করোনার বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। তাঁদের অভিনব উপায়ে সম্মান জানাল ভারতীয় সেনা।

Published by
News Desk

রবিবার লকডাউনের মধ্যেও দিল্লি, চণ্ডীগড়, বেঙ্গালুরু থেকে গুয়াহাটি, শিলং, গোয়া, কলকাতা থেকে দেশের অন্য অনেক জায়গায় এদিন গৃহবন্দি মানুষ কিছুটা অবাক হন সেনাবাহিনীর বিমান ও হেলিকপ্টারের শব্দে। কী হল বুঝে উঠতে পারছিলেননা তাঁরা। ভারতীয় সেনার ৩ বাহিনী এদিন এক অভিনব উদ্যোগ নেয়। ভারতীয় বায়ুসেনার সুখোই থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধবিমান ও সেনা হেলিকপ্টার এদিন পৌঁছে যায় বিভিন্ন শহরে। উড়ে হাজির হয় করোনা চিকিৎসা চলছে এমন হাসপাতালের ওপর। তারপর আকাশ থেকেই ছড়িয়ে দেয় ফুলের পাপড়ি।

আকাশ থেকে ভারতীয় সেনার এই পুষ্পবৃষ্টির উদ্দেশ্য ছিল একটাই। করোনার বিরুদ্ধে দেশজুড়ে লড়াই চালিয়ে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেলাম জানানো। সেটা ভারতীয় সেনা করল এমনই এক অভিনব উপায়ে। ভারতীয় সেনার বিমান বা হেলিকপ্টার যখন হাসপাতালগুলির ওপর হাজির হয় তখন সেখান থেকে বেরিয়ে আসেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আকাশের দিকে চেয়ে এই অভিনব স্যালুটের প্রত্যুত্তর দেন তাঁরা। অনেকেই হাতাহাতি দিয়ে পাল্টা অভিনন্দন জানান। অনেক হাসপাতালের ছাদেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেখতে পাওয়া যায়।

আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এভাবে সম্মান জানানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি এজন্য ভারতীয় বায়ুসেনাকে ধন্যবাদ জানান। কোভিড যোদ্ধারাও এতে বেজায় খুশি প্রকাশ করেছেন। তাঁদের লড়াইকে যে এভাবে কুর্নিশ জানানো হল, এতে খুশি সবাই। এদিন উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলিতেও সব আলো জ্বালিয়ে সম্মান জানানো হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts