Categories: National

সীমান্তে পাততাড়ি গোটাচ্ছে জঙ্গিরা!

Published by
News Desk

পাক অধিকৃত কাশ্মীর থেকে যতদ্রুত সম্ভব শিবির সরিয়ে নিয়ে যাচ্ছে জঙ্গিরা। পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ভূত যে পাক জঙ্গিদের কিভাবে তাড়া করে বেড়াচ্ছে তা এই তৎপরতা থেকেই স্পষ্ট। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, ইতিমধ্যেই ৪০টি শিবির সরেছে অন্যত্র। শ’তিনেক জঙ্গিও পাততাড়ি গুটিয়েছে। ২৬/১১-র হানার জন্য যে জঙ্গি শিবিরে কাসভদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেই শিবিরও জঙ্গিরা গুটিয়ে নিয়েছে বলে খবর গোয়েন্দা সূত্রে। জঙ্গিদের মধ্যে ভারতের অপারেশন রীতিমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যা অবশ্যই ভারতের জন্য ভাল খবর।

Share
Published by
News Desk