National

সেনার বড় সাফল্য, খতম ৩ পাকিস্তানি জঙ্গি

Published by
News Desk

তখন কাকভোর। ঘড়িতে পৌনে ৬টা। প্রবল ঠান্ডার মধ্যেই চলছিল গাড়ি পরীক্ষা। জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর নাগরোটা টোল পোস্টে শ্রীনগরমুখী ট্রাক দাঁড় করিয়ে করিয়ে পরীক্ষা হচ্ছিল। সেই সময় একটি ট্রাক আটকে পরীক্ষা করতে গেলে পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় ট্রাকে থাকা এক জঙ্গি। দ্রুত পাল্টা আঘাত হানে পুলিশ। পুলিশের পাল্টা গুলিতে ট্রাকে থাকা ১ জঙ্গির মৃত্যু হয়। ৩ জঙ্গি ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করে। তারা পাশের ঘন জঙ্গলে ঢুকে পড়ে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে।

গুলির লড়াই চলতেই থাকে। তাতে আরও ২ জঙ্গির মৃত্যু হয়। ৩ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গিদের গুলিতে আহত পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গুলির লড়াইয়ের শেষে জঙ্গিদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ৩ গ্রেফতার হাওয়া জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে খবর নিয়ে আরও অস্ত্রের খোঁজ পায় পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে জঙ্গিরা গত রাতেই জম্মু সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারপর ট্রাক ধরে শ্রীনগরের দিকে যাচ্ছিল। কেন তারা শ্রীনগর যাচ্ছিল? সেখানে কী করার উদ্দেশ্য ছিল সেসব জানার চেষ্টা করছে পুলিশ। তবে এসবের মধ্যে জঙ্গলে পালানো ১ জঙ্গি এখনও পুলিশের হাতে ধরা পড়েনি। তাকে তন্নতন্ন করে খুঁজছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts