National

ভারত মহাসাগরে শক্তি বৃদ্ধির চেষ্টা চিনের, উত্তর দিতে প্রস্তুত ভারত

Published by
News Desk

ভারত মহাসাগরে ক্রমশ তাদের অস্তিত্ব বৃদ্ধি করছে চিন। যা অনেক আগে থেকেই তারা শুরু করেছিল। এখন তা আরও বাড়ছে। ২০০৮ সাল থেকে চিনের নজর পড়ে ভারত মহাসাগরে। তারপর থেকেই কখনও মহাসাগরীয় গবেষণা, কখনও সমুদ্র দস্যু বিরোধী নানা জাহাজ ভারত মহাসাগরে ঢুকে পড়তে শুরু করে। এভাবে ক্রমশ তারা ভারত মহাসাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও প্রবেশ করতে থাকে।

চিনের এই ভারত মহাসাগরে শক্তি বৃদ্ধির চেষ্টার দিকে কঠোর নজর রয়েছে ভারতের। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। তিনি জানান, ভারত চিনের এই কার্যকলাপের ওপর কঠোর নজর রাখছে। সব তথ্যই রয়েছে। ভারত যেকোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরিও। চিনের দিক থেকে আসা যে কোনও ধরনের হামলা ভারত অনায়াসে মোকাবিলা করতে প্রস্তুত।

আগামী ৪ ডিসেম্বর নেভি ডে পালিত হতে চলেছে। তার আগেই চিনের এই ভারত মহাসাগরে শক্তি বৃদ্ধি নিয়ে মন্তব্য করলেন নৌসেনা প্রধান। তিনি আরও বলেন, গোয়েন্দা বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাদের কাছে পাকিস্তানের সম্বন্ধেও তথ্য রয়েছে। ভারত জানে পাকিস্তান ভারত মহাসাগরে কী ফন্দি আঁটছে। ভারত মহাসাগর হয়ে জলপথে ভারতে কিছু সন্ত্রাসবাদী সংগঠনও ঢোকার চেষ্টা করতে পারে বলে জানান নৌসেনা প্রধান। সে বিষয়েও ভারত সতর্ক রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts