National

৩ জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করল যৌথবাহিনী

Published by
News Desk

জম্মু কাশ্মীরে মোবাইল পরিষেবা চালু হওয়ার পর এটাই ছিল জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর প্রথম গুলির লড়াই। সেই গুলিযুদ্ধে ৩ জঙ্গিকে খতম করতে সমর্থ হল সেনা ও পুলিশের যৌথবাহিনী। পুলিশ জানাচ্ছে বুধবার গোপন সূত্রে খবর আসে যে অনন্তনাগের বিজবেহারা এলাকার পাজালপোরা গ্রামে কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। সময় নষ্ট না করে দ্রুত ওই গ্রাম ঘিরে ফেলে যৌথবাহিনী। কাউকে কিছু জানতে না দিয়েই গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। ফলে জঙ্গিরাও টের পায়নি তারা ঘেরা হয়ে যাবে।

আর পালাবার পথ নেই বুঝতে পেরে জঙ্গিরা মরিয়া হয়ে যৌথবাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে। পাল্টা যৌথবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি চালায়। ফলে শুরু হয় গুলির লড়াই। যা বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। পরে ৩ জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় যৌথবাহিনী। এরপর যৌথবাহিনী ক্রমশ এগিয়ে দেহগুলির কাছে পৌঁছয়। ৩টি দেহই উদ্ধার করা হয়েছে।

দেহ উদ্ধার হওয়ার পাশাপাশি জঙ্গিদের সঙ্গে থাকা প্রচুর অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে ওই ৩ জঙ্গি কোন সংগঠনের সদস্য তা এখনও পরিস্কার নয়। তাদের নামধাম জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়ায়। ৩ জঙ্গিকে খতম করার পরও আর কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে আছে কিনা জানতে গোটা এলাকা তন্নতন্ন করে খুঁজে ফেলে পুলিশ। এই তল্লাশি অভিযানের সময় গ্রামবাসীদের বাড়িতেই থাকার অনুরোধ করে যৌথবাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts