National

ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ল প্রতিবেশি দেশে, মৃত ২

Published by
News Desk

অরুণাচল প্রদেশের কিরমু থেকে আকাশে ওড়ে ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার। ১ ইঞ্জিন বিশিষ্ট এই হেলিকপ্টারটিতে তখন ২ পাইলট ছিলেন। একজন ভারতীয় বায়ুসেনার লেফটেন্যান্ট কর্নেল পদ মর্যাদার আধিকারিক। অন্যজন ভুটানের রয়্যাল ভুটান আর্মির ক্যাপ্টেন। ভারতীয় সেনা অন্য দেশের সেনাকে তালিমও দিয়ে থাকে। সে কাজেই শুক্রবার ওড়ে হেলিকপ্টারটি। ভুটানের সেনা আধিকারিককে তালিম দিচ্ছিলেন ভারতীয় বায়ুসেনা আধিকারিক।

হেলিকপ্টারটি দুপুর ১টা নাগাদ আকাশে ওড়ে। তারপর ভারতীয় আকাশসীমা অতিক্রম করে ঢোকে ভুটানের আকাশে। পূর্ব ভুটানের ইয়নফুল্লা অঞ্চলে পৌঁছনো পর্যন্ত হেলিকপ্টারটির সঙ্গে বেতার সংযোগ ছিল। কিন্তু তারপরই সব বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক চেষ্টা করেও তারপর আর যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। কোনও কিছু ঘটেছে এমন আশঙ্কা তখনই তৈরি হয়।

হেলিকপ্টারটির খোঁজ শুরু করতে গিয়ে ইয়নফুল্লার পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। ভারতীয় সেনার তরফে জানানো হয় হেলিকপ্টারে থাকা ২ পাইলটেরই মৃত্যু হয়েছে। ভারতীয় বায়ুসেনার লেফটেন্যান্ট কর্নেল রজনীশ পারমার ও রয়্যাল ভুটান আর্মির ক্যাপ্টেন কালজাং ওয়াংদি-র মৃত্যু হয়। কেন কপ্টারটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts