National

সীমান্তে ফের প্রবল গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান

Published by
News Desk

ভারত-পাক সীমান্তে ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে ফের বোমা-গুলি বর্ষণ শুরু করল পাকিস্তান। বিনা প্ররোচনায় মঙ্গলবার সকাল থেকে নতুন করে গুলি মর্টার বর্ষণ শুরু করেছে তারা। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার বেলা ১১টা থেকে গুলি বর্ষণ শুরু হয়। তারপর শুরু হয় মর্টার বর্ষণ। যা যত সময় গেছে ততই প্রাবল্য বাড়িয়েছে। যদিও ভারত এসব মুখ বুজে সহ্য করেনি। পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি-বোমাবর্ষণ শুরু করলে পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও।

মঙ্গলবার সকালে পুঞ্চের কৃষ্ণাঘাটি এলাকায় প্রবল গুলি বোমাবর্ষণ করতে থাকে পাকিস্তান। কিন্তু কেন ফের এত বোমা-গুলি বর্ষণ? সেনা সূত্রে সংবাদ সংস্থা জানতে পেরেছে, ভারতীয় সেনা মনে করছে পাকিস্তান এভাবে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের লুকিয়ে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। প্রচুর গুলি বোমা বর্ষণ করতে থাকলে ভারতীয় সেনা সীমান্তে পাল্টা জবাব দিতে ব্যস্ত হয়ে পড়বে। আর সেই সুযোগে পাক সেনা ভারতে সন্ত্রাসবাদীদের ঢোকার রাস্তা করে দেবে।

গত রবিবারই পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গুলি বর্ষণ করে রাজৌরিতে। শহিদ হন এক ভারতীয় সেনা। পাল্টা জবাব দেয় ভারত। গুঁড়িয়ে দেয় পাকিস্তানের একটি সেনা আউটপোস্ট। এই পাল্টা হানায় আউটপোস্টে থাকা পাক সেনার মৃত্যু হয়েছে একথা পরিস্কার হলেও ঠিক কতজনের মৃত্যু হয় তা জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts