National

ফুল, মিষ্টিতে ইদের খুশিতে মাতোয়ারা ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষাবাহিনী

Published by
News Desk

সীমান্তে কাঁটা তারের বেড়ার এধারে থাকে ভারতের বিএসএফ। সীমান্ত সুরক্ষাই তাদের একমাত্র কর্তব্য। চোখের পলক না ফেলে তারা পাহারা দেয় সীমান্ত। অন্য পারেও একই ছবি। ওপারে বাংলাদেশ। সেখানেও কাঁটাতারের ধার ঘেঁষে দাঁড়িয়ে বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ। তারাও নিজের দেশের জন্য সীমান্ত পাহারা দিচ্ছে। ২ দেশের সেই কাঁটাতারের বেড়ার দূরত্ব এদিন মুছে দিল খুশির ইদ।

বুধবার ইদ উপলক্ষে বিএসএফ ও বিজিবি নিজেরে মধ্যে মিষ্টি ও ফুল আদানপ্রদান করে। ভাগ করে নেয় খুশি। ভারত ও বাংলাদেশের মধ্যে মধ্যে রয়েছে ৪ হাজার ৯৬ কিলোমিটারের বিস্তীর্ণ সীমান্ত। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, মেঘালয় ও মিজোরাম। এই ৫টি রাজ্যের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত ভাগাভাগি কোথাও না কোথাও হয়েছে। এই বিশাল সীমান্ত জুড়ে বিভিন্ন পয়েন্টে বিএসএফ ও বিজিবি নিজেদের মধ্যে এদিন ইদের খুশি ভাগ করে নেয়।

শুধু ইদ বলেই নয়, ২ দেশের বিভিন্ন উৎসবকে সামনে রেখেই সীমান্তের এপার ওপার একাকার হয়ে যায়। ২ দেশের সীমান্তরক্ষীরা নিজেদের মধ্যে ভাগ করে নেন খুশি। বয়ে যায় সৌহার্দ্যের হাওয়া। যা আখেরে ২ দেশের সহাবস্থান ও সম্পর্ককে আরও মজবুত করে তোলে। ২ প্রতিবেশির সুসম্পর্ক একবার ঝালিয়ে নেওয়া হয় উৎসবকে সামনে রেখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts