হ্যাপির তালে দুলছেন সেনার চিকিৎসক থেকে নার্স, ছবি - আইএএনএস
একটি ভিডিও কার্যত ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে মার্কিন ব়্যাপ গায়ক ফারেল উইলিয়ামসের গাওয়া হ্যাপি গানের তালে তালে নাচছেন সেনা হাসপাতালের চিকিৎসক থেকে নার্স থেকে রোগী সকলেই। এই ডান্স পার্টিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন একজন মহিলা গ্রুপ ক্যাপ্টেন। এমন শোনা যাচ্ছে যে এই ভিডিওটি তোলা হয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিমানবাহিনীর হাসপাতালে। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা গেছে গানের তালে নাচছেন সকলেই। সে সেনা চিকিৎসক হন বা সেনা হাসপাতালের নার্স। এমনকি সেনার পোশাকেও অনেক সেনাকর্মীকে এই গানের তালে নাচতে দেখা গেছে। এমন নয় যে সকলেই খুব সুন্দর নাচছিলেন। বরং পুরো ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে গানের সঙ্গে একটা যেমন খুশি নাচার প্রতিযোগিতা চলছে। তবে সব মিলিয়ে বেশ হাল্কা মেজাজেই সকলকে পাওয়া গিয়েছে।
তবে হ্যাপি প্রথম নয়। এর আগে ২০১৩ সালে গ্যাংনাম স্টাইল সামনে আসার পরও এমন একটি সেনাকর্মীদের নাচের ভিডিও সামনে এসেছিল। এদিকে এটা এখনও পরিস্কার নয় যে হ্যাপি গানের সঙ্গে এবার সোশ্যাল মিডিয়া কাঁপানো এই নাচ কবে কখন তোলা হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)