National

পা পিছলে গভীর খাদে ভারতীয় সেনার মেজর

Published by
News Desk

জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল। যা ভারত ও পাকিস্তানকে দ্বিভিবক্ত করেছে। সেখানে কর্মরত ছিলেন রাষ্ট্রীয় রাইফেলসের মেজর পদমর্যাদার বিকাশ সিং। ভারত-পাক সীমান্তে জুড়ে অধিকাংশ এলাকাই পাহাড়ের সারিতে ভরা। হিমালয়ের একটা বড় অংশ এখানে পড়ছে। ফলে সারি সারি পাহাড় আর দুর্গম এলাকা। এরমধ্যেই কাজ করতে হয় ভারতীয় সেনাকে। চারিদিকে পাহাড়, ঘন অরণ্য, খাদ। সেখানেই কাজ করার সময় আচমকা গত শনিবার পা হড়কে খাদে পড়ে যান মেজর বিকাশ সিং।

গভীর খাদে পড়ে যাওয়ার পরও তাঁর দেহে প্রাণ ছিল। তাঁকে ওখান থেকে উদ্ধার করে দ্রুত শ্রীনগরের আর্মি বেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। একদিন চলে যমে মানুষে লড়াই। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রবিবার মৃত্যু হয় বিকাশ সিংয়ের।

জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল এলাকায় কর্মরত অবস্থায় দুর্গম পাহাড়ি এলাকায় পা হড়কায় মেজর বিকাশ সিংয়ে‌র। এটি নেহাতই দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। ঘটনার পর বিকাশ সিংয়ের পরিবারকে খবর পাঠানো হয়। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মীরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts