National

সীমান্তে বিনা প্ররোচনায় পাক গুলিবর্ষণ, হোলির দিন শহিদ ভারতীয় জওয়ান

Published by
News Desk

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে পালিত হল দোল। সারা দেশে হোলি। রঙের উৎসবে সারা দেশ যখন আনন্দে মাতোয়ারা তখন ভারত পাক সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকা ভারতীয় জওয়ানরা জম্মু কাশ্মীরের রাজৌরিতে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা পাক রেঞ্জারদের গুলি, মর্টারের জবাব দিচ্ছিলেন। সেইসময় পাকিস্তানের ছোঁড়া গুলি এসে এক ভারতীয় জওয়ানের গায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

শহিদ ভারতীয় জওয়ানের নাম যশ পল। তিনি ভারতীয় সেনায় রাইফেলম্যান ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, হোলির ভোর থেকেই পাকিস্তানের দিক থেকে রাজৌরির সুন্দরবনি সেক্টরে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারত। শুরু হয় গুলির লড়াই। যা সারা দিন অব্যাহত ছিল। অন্যদিকে দুপুর পৌনে ৩টের পর থেকে নওসেরা সেক্টরেও ব্যাপক গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। এখানেও ভারতীয় সেনা পাল্টা জবাব দেয়।

সারা দিনে এদিন নওসেরা ও সুন্দরবনি সেক্টরে প্রবল গুলি ও মর্টার বর্ষণ করে পাকিস্তান। এমন বড় মাত্রায় সীমান্তে ফের বিনা প্ররোচনায় গুলিবর্ষণের যোগ্য জবাব অবশ্য ভারতীয় সেনা দিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন করাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts