Categories: National

১০ বছর পর বুলেটপ্রুফ জ্যাকেট পাচ্ছে ভারতীয় সেনা

Published by
News Desk

অবশেষে ভারতীয় সেনার স্বপ্নপূরণ হল। ১০ বছরের টানাপোড়েনের পর ৫০ হাজার আধুনিক বুলেট প্রুফ জ্যাকেট পেতে চলেছে সেনা। চাহিদা সাড়ে তিন লক্ষের বেশি হলেও আপাতত ৫০ হাজারের অর্ডার দিয়েছে সেনা। ২০১৪ সালেই এই বুলেট প্রুফ জ্যাকেট তৈরির জন্য টেন্ডার ডাকা হয়েছিল। সেখানে ছ’টি সংস্থা জ্যাকেটের নমুনা জমা দেয়। কিন্তু তার কোনওটিই পরীক্ষায় পাশ করতে পারেনি। তারপর বিষয়টি আর এগোয়নি। এদিন যে ৫০ হাজার জ্যাকেটের বরাত দেওয়া হয়েছে তা ২০১৭ সালের জানুয়ারিতেই হাতে পাবে ভারতীয় সেনা বাহিনী। বর্তমানে যে বুলেটপ্রুফ জ্যাকেট ভারতীয় সেনা ব্যবহার করে তা অনেকটাই পুরোনো এবং সেগুলির আয়ু ফুরিয়ে এসেছে বলে সেনা সূত্রের খবর।

Share
Published by
News Desk
Tags: Indian Army

Recent Posts