National

১ জঙ্গিকে গুলি করে মারল সুরক্ষাবাহিনী

Published by
News Desk

জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেলেই গ্রাম ঘিরে ফেলছে সুরক্ষাবাহিনী। তারপর গুলি করে মারছে জঙ্গিদের। জম্মু কাশ্মীরে সুরক্ষাবাহিনীর সতর্কতা ও দক্ষতা জঙ্গিদের কাল হয়ে দাঁড়িয়েছে। গত বুধবার সন্ধেয় ১ লুকিয়ে থাকা জঙ্গিকে গুলি করে মারল যৌথবাহিনী।

ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার ক্রালগুন্দ গ্রামে। এই গ্রামেই গা ঢাকা দিয়ে ছিল ১ জঙ্গি। খবর পেয়েই গ্রাম ঘিরে ফেলে যৌথবাহিনী। কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর ওই জঙ্গিকে গুলি করে মারতে সক্ষম হয় বাহিনী।

মৃত জঙ্গির পরিচয় জানান যায়নি। তার কাছ থেকে একটি ১টি পিস্তল ও ১টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এরপর শুরু হয় তল্লাশি। অন্য কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খানা তল্লাশি করে দেখে যৌথবাহিনী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk