National

জলপথেও হানার জন্য তৈরি হয়েছে সন্ত্রাসবাদীরা, জানালেন নৌসেনা প্রধান

Published by
News Desk

আকাশপথে হোক বা স্থলপথে জঙ্গি হানার পর এবার জলপথেও জঙ্গি হানার আশঙ্কা প্রকাশ করলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা। এদিন নাম না করে পাকিস্তানকে একের পর এক আক্রমণ করেছেন লানবা। তাঁর মতে, জম্মু কাশ্মীরে সরকারের মদতপুষ্ট জঙ্গি হামলা হচ্ছে। ৩ সপ্তাহ আগেই পুলওয়ামা হামলায় তা দেখা গেছে। জঙ্গিদের আশ্রয় ও সাহায্যদাতা যে পাকিস্তান তা তিনি নাম না করলেও কারও বুঝতে অসুবিধা হয়নি।

মঙ্গলবার ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লানবা বলেন, জঙ্গিদের সবরকমভাবে সন্ত্রাসবাদী হামলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা জলপথেও সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে একটি সরকার জঙ্গিদের অর্থ সাহায্য থেকে সবরকমভাবে পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিন নৌসেনা প্রধান আরও বলেন, সন্ত্রাসবাদী সংগঠন ব্যাপারটা ক্রমশ সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে। এই সন্ত্রাস জিনিসটা আগামী দিনে বিশ্বের অন্যতম সমস্যা হতে চলেছে বলেও দাবি করেন লানবা। তাঁর দাবি, ভারত এর বিরুদ্ধে নিরন্তর ব্যবস্থা গ্রহণ করে চলেছে। তবে সন্ত্রাসবাদকে নির্মূল করতে গোটা বিশ্বকেই এগিয়ে আসতে হবে বলে মত ব্যক্ত করেন নৌসেনা প্রধান।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk