National

সীমান্তে পাকিস্তানের ব্যাপক গুলি, মর্টার বর্ষণ, পাল্টা জবাব দিচ্ছে ভারত

Published by
News Desk

ভোর থেকেই পাকিস্তানের দিক থেকে ছুটে আসছিল গুলি ও মর্টার। ভারতীয় ছাউনি লক্ষ্য করে চলছিল হামলা। ভারতও হাত গুটিয়ে বসে থাকেনি। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। বৃহস্পতিবার ভোর ৬টা থেকেই কাশ্মীরের কৃষ্ণা ঘাটি সেক্টরে সীমানার ওপর থেকে পাকিস্তান বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ শুরু করে। ভারত জবাব দিলে শুরু হয় দুপক্ষে প্রবল গুলি ও মর্টারের লড়াই। যা ১ ঘণ্টা টানা চলে।

সকাল ৭টার পর ভারতের প্রবল প্রতিরোধের মুখে কিছুটা থামে পাকিস্তানের দিক থেকে গুলি, মর্টার ছোঁড়া। তারপর দীর্ঘক্ষণ ঠান্ডা থাকার পর ফের দুপুর ১টা থেকে গুলি ও মর্টার ছোঁড়া শুরু করে পাকিস্তান। এদিন একথা জানান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত।

সীমান্তে পাকিস্তানের দিক থেকে যেভাবে বিনা প্ররোচনায় গুলি ও মর্টার বর্ষণ হচ্ছে সেকথা মাথায় রেখে লাইন অফ কন্ট্রোল থেকে ৫ কিলোমিটার ভিতর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে প্রশাসন। রাজৌরি, সাম্বা ও পুঞ্চ জেলায় সীমানা জুড়েই ৫ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ভূখণ্ডের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk