National

সীমান্তে পাকিস্তানের গুলি বর্ষণ, পাল্টা প্রত্যাঘাতে মৃত পাক রেঞ্জার

Published by
News Desk

পাকিস্তানের বালাকোটে ঢুকে ভোররাতে ভারতীয় যুদ্ধবিমানের বোমাবর্ষণের পর মঙ্গলবার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি বর্ষণ শুরু করে পাক সেনা। বিনা প্ররোচনাতেই এই গুলিবর্ষণ শুরু করে তারা বলে দাবি করেছে বিএসএফ। পাকিস্তান গুলি চালাতে শুরু করলে পাল্টা ভারতও গুলি চালায়। প্রত্যুত্তর দেয়। বিএসএফ-এর ছোঁড়া গুলিতে ১ পাক রেঞ্জারের মৃত্যু হয়।

ফাইল ছবি

বিএসএফের তরফে জানানো হয়েছে পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে ভারতের ছোঁড়া গুলিতে। এছাড়া ৫ পাক রেঞ্জার আহতও হয়েছে। মঙ্গলবার সকালে কাশ্মীরের আখনুর সেক্টরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। একেবারেই বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তান সেনা বলে বিএসএফ জানিয়ে দিয়েছে।

ফাইল ছবি

পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় যুদ্ধবিমানের এই হামলার ঘটনায় পাকিস্তান যে রীতিমত স্তম্ভিত তা পরিস্কার। ভারতীয় বিমান তার কাজ সেরে নিশ্চিন্তে ফিরে আসে। সেভাবেই পুরো মিশন পরিকল্পনা করা হয়েছিল। এই অবস্থায় পাকিস্তানও ভারতকে জবাব দিতে আখনুর সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে মনে করা হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk