National

প্রত্যাঘাত শুরু, মাঝরাতে পাকিস্তানে ঢুকে বোমাবর্ষণ করল ভারতীয় যুদ্ধবিমান

Published by
News Desk

পুলওয়ামা হামলার ১২ দিন পর পাল্টা আঘাত হানল ভারত। পাকিস্তানে ঢুকে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় প্রশিক্ষণ কেন্দ্রে কার্পেট বম্বিং করে ভারতীয় বায়ুসেনার বিমান মিরাজ। ১২টি মিরাজ এই সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নেয়। বালাকোটে জইশের ২টি ক্যাম্পে হামলা চালিয়ে ফের ভারতে ফিরে আসে মিরাজগুলি। ভোররাতে এই হামলার ঘটনা ঘটে। তখনও রাতের অন্ধকার ছিল। সেই অন্ধকারেই এই বিমান হানার ঘটনা ঘটে।

বালাকোটে জইশের সবচেয়ে বড় ক্যাম্পগুলি রয়েছে। এখানে জঙ্গিদের প্রশিক্ষণের কাজ চালাত জইশের প্রধান মাসুদ আজহারের শ্যালক মৌলানা ইউসুফ আজহার। সেখানেই হামলা হয়। হামলায় প্রচুর জঙ্গির মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে জইশ কমান্ডারদের। ৩০০-র ওপর জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ফলে এই সার্জিক্যাল স্ট্রাইক জইশের বড়সড় ক্ষতি করতে পেরেছে।

প্রতীকী ছবি

পাকিস্তান তাদের ভূখণ্ডে ঢুকে ভারতের বিমান হানার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান হানা দেওয়ার পর যতক্ষণে তারা তাদের যুদ্ধবিমানগুলিকে প্রস্তুত করে তার মধ্যেই ভারতীয় বিমানগুলি ভারতে ফিরে যায়। এদিকে ভারতের তরফে কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করা হয়। নজর রাখা হয় এই হামলায় যেন কোনও পাক আমজনতার কোনও ক্ষতি না হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk