National

ফিরতে বলা সত্ত্বেও সীমানা পার করে ঢোকার চেষ্টা, পাক যুবতীকে গুলি

Published by
News Desk

বুধবারের সকাল। পঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক সেক্টর। ভারত-পাক সীমান্ত। সীমান্তে পাহারা দিচ্ছিল বিএসএফ। তাদের চোখে পড়ে এক পাক যুবতী সীমান্তরেখা পার করে ভারতে ঢুকে পরেছে। বিষয়টা নজরে পড়তেই তার দিকে তেড়ে যান বিএসএফ জওয়ানরা। ওই যুবতীকে ফিরে যেতে বলেন পাক ভূখণ্ডে।

ফাইল ছবি

ভুল করে ভারতে ঢুকে পড়ে থাকলে পাকিস্তানে ফিরে যাওয়ার সুযোগ বিএসএফ কিন্তু ওই যুবতীকে দিয়েছিল। কিন্তু ওই যুবতী সেই সতর্কবার্তা শুনেও তা গ্রাহ্য না করে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে আসতে থাকে। ফলে প্রোটোকল মেনেই তাকে গুলি করে বিএসএফ। গুলিতে জখম হয়ে লুটিয়ে পড়ে ওই যুবতী।

ফাইল ছবি

ওই পাক যুবতীকে ভারতীয় ভূখণ্ডের মধ্যেই আহত অবস্থায় উদ্ধার করে বিএসএফ। তাকে হাসপাতালে পাঠানো হয়। কেন সে এভাবে ভারতে ঢুকে এসেছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কী উদ্দেশ্যে এই অনুপ্রবেশ তাও খতিয়ে দেখছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk