Categories: National

স্বাধীনতা দিবসে কাশ্মীরে জঙ্গি হানা

Published by
News Desk

স্বাধীনতা দিবসে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা নতুন কিছু নয়। তার জন্য প্রয়োজনীয় সুরক্ষা বন্দোবস্তও নেওয়া হয়। কিন্তু সেই সুরক্ষা বলয়ের ফাঁক গলে সোমবার সকালে সন্ত্রাসবাদী হামলার হাত থেকে রেহাই পেলনা কাশ্মীর। লালকেল্লায় তখন পতাকা তুলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে তখন ভারতীয় তিরঙ্গা তুলতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ঠিক সেই সময়টাকে বেছে নিয়ে শ্রীনগরের কাছে নওহাটা এলাকায় আচমকাই সেনা বাহিনীকে লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।

পাল্টা গুলি চালায় সেনাও। দীর্ঘক্ষণ গুলির লড়াই স্থায়ী হয়। জঙ্গিদের ছোঁড়া গুলিতে ৭ জন সিআরপিএফ জওয়ান আহত হন। অন্যদিকে এদিন কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনা। এখানেও সেনা-জঙ্গি গুলির লড়াই হয়। সেনার ছোঁড়া গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়।

Share
Published by
News Desk