National

কাশ্মীরে বড়সড় জঙ্গি হামলা, মৃত ৮ জওয়ান

Published by
News Desk

কাশ্মীরে বড়সড় আঘাত হানল জঙ্গিরা। জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর পুলওয়ামা জেলার লেচপোরা এলাকায় ঘটনাটি ঘটে। সিআরপিএফ কনভয়ে এই হামলা হয়। কনভয়ে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তারপর বাস ঘিরে শুরু হয় গুলিবর্ষণ। পুরো ঘটনা থেকে পরিস্কার যে রীতিমত পরিকল্পনা করে এই হামলা চালায় তারা। নির্বিচারে ঘিরে নিয়ে গুলি চালায় জঙ্গিরা।

কাশ্মীরে জঙ্গিদের খতম করতে সেনার অভিযান, ছবি – আইএএনএস

এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত প্রায় ২৫ জন জওয়ান। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। হামলার পরই ঘটনার দায় স্বীকার করে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। বহু দিন পর এত বড় হামলা চালাতে সমর্থ হল জঙ্গিরা।

কাশ্মীরে সেনার জঙ্গি দমন অভিযান, ছবি – আইএএনএস

জম্মু-শ্রীনগর হাইওয়ে বেশ কিছুদিন বরফের কারণে বন্ধ থাকার পর সবে গত বুধবার খুলেছে। তারপর এদিন সেই রাস্তা ধরে এগোচ্ছিল সিআরপিএফ কনভয়। এখনও এখানে আকাশ মেঘলা। রাস্তার আশপাশে বরফ পড়ে আছে। দৃশ্যমানতাও যে খুব ভাল এমন নয়। তারমধ্যেই এমন এক ভয়ংকর জঙ্গি হামলার ঘটনা ঘটে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk