National

ক্যাম্পে বসে নিজেদের গুলি করে শেষ করলেন সেনা কর্মী

Published by
News Desk

নিজেকে গুলি করে হত্যা করলেন এক সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কুলগাম জেলায়। এখানে একটি সেনা ক্যাম্পের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেখানেই ওই সেনা কর্মী নিজেকে গুলি করে হত্যা করেন বলে জানতে পারা গেছে। তিনি একজন ওয়ারলেস কর্মী ছিলেন। রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে ওই সেনাকর্মী কেন আত্মহত্যা করলেন তা অজানা। তবে গুলি লাগার সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম অভিষেক রায় কুমার। পুলিশ তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk