National

কথা কাটাকাটি, এক সেনাকে গুলি করল অন্য সেনা

Published by
News Desk

২ জনেই সহকর্মী। ২ জনেই ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় ভাদারওয়া সেনা ক্যাম্পে পোস্টেড ছিলেন ২ জনেই। পুলিশ জানাচ্ছে, সেখানেই ২ জনের মধ্যে কথায় কথায় ঝগড়া শুরু হয়। সেই ঝগড়ার জেরে হাবিলদার রাজেশ তার সহকর্মীর ওপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

সেনার তরফে এ নিয়ে একটি অন্তর্তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ রাজেশকে দ্রুত হেফাজতে চেয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk