National

জাকির মুসা গ্রুপের ৬ জঙ্গি খতম, বন্ধ করা হল ইন্টারনেট

Published by
News Desk

জম্মু কাশ্মীরের ত্রাল এলাকার এরামপোরা গ্রাম। এখানেই গা ঢাকা দিয়েছিল আল কায়দা সমর্থিত জাকির মুসা গ্রুপের আনসার ঘাজওয়াতুল হিন্দ-এর ৬ জঙ্গি। যারমধ্যে জাকির মুসার ডানহাত বলে পরিচিত রিহান খানও ছিল। খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলসের সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে ঘিরে ফেলে গোটা গ্রাম। তারপর শুরু হয় গুলি যুদ্ধ। তাতে রিহান খান সহ ৬ জঙ্গির মৃত্যু হয়। মৃত জঙ্গিদের ডেরা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এতটাই অস্ত্র উদ্ধার হয় যে পুলিশের মনে হয়েছে এ যেন যুদ্ধের প্রস্তুতি!

শনিবার এই ৬ জঙ্গিকে খতম করাটা যৌথ বাহিনীর কাছে বড়সড় সাফল্য। তবে কোনও ঝুঁকি না নিয়ে এই ঘটনার পরই এলাকার ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় বানিহাল টাউন মুখী ট্রেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk