Categories: National

নিখোঁজ বিমান রহস্যে নতুন মোড়

Published by
News Desk

গত ২২ জুলাই চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান এএন-৩২। কিন্তু পোর্ট ব্লেয়ার পৌঁছনোর আগেই ২৯ জন যাত্রী নিয়ে বঙ্গোপসাগরের ওপর বেপাত্তা হয়ে যায় বিমানটি। শুরু হয় খোঁজ। কিন্তু এখনও সে বিমানের কোনও খোঁজ মেলেনি। এই অবস্থায় ওই বিমানে থাকা এক বায়ুসেনাকর্মী রঘুবীর বর্মার ফোনে কল করলে এখনও বাজছে বলে দাবি করেছেন তাঁর পরিবারের লোকজন। তাঁদের আরও দাবি, গত ২৬ জুলাই রঘুবীরের হোয়াটসঅ্যাপ থেকে আপডেট আসে। জলে ডুবে গিয়ে থাকলে তা কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। রঘুবীর বর্মার পরিবারের এই দাবির পরেই নড়েচড়ে বসেছেন সেনা আধিকারিকরা। দাবি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এখনও বঙ্গোপসাগর জুড়ে তন্নতন্ন করে এএন-৩২-এর খোঁজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা।

Share
Published by
News Desk