National

প্রবল গুলির লড়াই, বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী

Published by
News Desk

শনিবার মাঝরাতে সেনা পুলিশের যৌথবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরের সোপিয়ান জেলার বাতগুন্দ গ্রামের একটি বাড়িতে প্রচুর অস্ত্রশস্ত্র সহ লুকিয়ে রয়েছে একদল জঙ্গি। রাতেই সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথবাহিনী গ্রাম ঘিরে ফেলে। শুরু হয় জঙ্গিদের সঙ্গে প্রবল গুলির লড়াই। যা রবিবার বেলা পর্যন্ত স্থায়ী ছিল। এই অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে যৌথবাহিনী। প্রবল এই গুলির লড়াইয়ে হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবার ৬ জঙ্গি খতম হয়েছে। পাল্টা জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে এক সাধারণ গ্রামবাসী গুলিতে আহত হয়েছেন।

এদিকে জঙ্গিদের খতম করতে অপারেশন চলাকালীন রবিবার সকালে আচমকাই গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় যৌথবাহিনীকে। তাঁদের তাড়ানোর চেষ্টা করেন গ্রামবাসীরা। ফলে গ্রামবাসীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে অপারেশন জারি রাখতে হয় যৌথবাহিনীকে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk