National

গ্রামে লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খতম করল সুরক্ষাবাহিনী

Published by
News Desk

২ জঙ্গি লুকিয়ে আছে গ্রামের ভিতর। তাদের সঙ্গে প্রচুর অস্ত্র রয়েছে। এমন একটা খবর পেয়ে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার তেকিন গ্রাম ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। গোটা গ্রামটা চারদিক থেকে ঘিরে ফেলার কথা জানতে পারে জঙ্গিরাও। যখন তারা দেখে ক্রমশ তারা যে বাড়িতে লুকিয়ে আছে সেই বাড়ির দিকে সুরক্ষাবাহিনী এগোচ্ছে, তখনই গুলিবর্ষণ শুরু করে তারা। পাল্টা সুরক্ষাবাহিনীও গুলি চালায়।

এই গুলির লড়াই দীর্ঘক্ষণ স্থায়ী হয়। পরে ২ জঙ্গিকে গুলি করে খতম করতে সমর্থ হন সুরক্ষাবাহিনীর জওয়ানরা। শনিবার সকালে তাঁদের এই অপারেশন শেষ হয়। মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk