National

জম্মু কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি

Published by
News Desk

জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় রবিবার সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ৩ জঙ্গি। আহত হয়েছেন ২ ভারতীয় জওয়ান। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী ও সিআরপিএফের যৌথ বাহিনী লারনু গ্রামে অভিযান শুরু করে।

পুলিশ জানিয়েছে, জঙ্গিদের ঘিরে ফেলার সময় তারা টের পায় সেনার উপস্থিতি। সেনাকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। কিছুক্ষণ গুলির লড়াই চলার পর খতম হয় ৩ জঙ্গি। তাদের মধ্যে ২ জন পাকিস্তানি ও এক জান স্থানীয় বাসিন্দা। ঘটনার পর প্রশাসনের তরফে কুলগামে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk