Categories: National

কাশ্মীরে সেনার গুলিতে হত ৪ জঙ্গি

Published by
News Desk

কাশ্মীরের কুপওয়ারার নওগাম সেক্টরের সেনার গুলিতে মৃত্যু হল ৪ জঙ্গির। ১ জঙ্গিকে জীবিত অবস্থায় ধরা সম্ভব হয়েছে। মঙ্গলবার সেনার তরফে এমনই জানান হয়েছে। যাকে জীবিত ধরা গেছে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক দরকারি তথ্য মিলতে পারে বলে মনে করছে সেনা। এই ৫ জঙ্গিই বিদেশি নাগরিক বলে জানিয়েছে সেনা। তবে এটা অনুপ্রবেশ না অন্য কোনও কারণে এরা এখানে লুকিয়ে ছিল তা পরিস্কার করে জানা যায়নি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে নওগামে আচমকা হামলা চালায় সেনা। জঙ্গিদের সঙ্গে তাদের বেশ কিছুক্ষণ গুলি যুদ্ধও হয়।

Share
Published by
News Desk