National

সহকর্মীকে গুলি করে হত্যা করল বিএসএফ জওয়ান

Published by
News Desk

গাজিয়াবাদের বাল ভারতী স্কুলে ক্যাম্প রয়েছে বিএসএফ জওয়ানদের। হরিয়ানার গুরুগ্রামের ১ কোম্পানি বিএসএফ জওয়ান এখানে রয়েছেন। সেখানেই বর্ডার সিকিউরিটি ফোর্সের ২ জওয়ানের মধ্যে বচসা শুরু হয়। বচসার মাঝেই একজন অন্যজনকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুলিবিদ্ধ জওয়ানের।

পুলিশ জানিয়েছে, অজিত সিং ও জগপ্রীত সিংয়ের মধ্যে কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়। আচমকাই পঞ্জাবের পাঠানকোটের বাসিন্দা অজিত সিং গুরদাসপুরের বাসিন্দা তার সহকর্মী জগপ্রীত সিংকে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে হত্যা করে। অজিত সিংকে গ্রেফতার করা হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk