National

অনুপ্রবেশে সাহায্য করার চেষ্টা, ভারতীয় সেনার গুলিতে মৃত ২ পাক সেনা

Published by
News Desk

জম্মু কাশ্মীরে ভারত-পাক সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশে পাক সেনা সাহায্য করে। কভার ফায়ার দেয়। এই অভিযোগ বারবার উঠে এসেছে ভারতীয় সেনার গলায়। ফের সেই একই চেষ্টা করল পাক সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, তানধার সেক্টরের কাছে ভারত-পাক সীমান্ত পার করে রাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলছিল। ভারতীয় সেনার চোখে ধুলো দিতে কভার ফায়ার দিচ্ছিল পাক সেনা। এই অবস্থায় অনুপ্রবেশ রুখতে পাল্টা ভারতীয় সেনাকেও গুলি চালাতে হয়।

ভারতীয় সেনার পাল্টা হামলায় ২ পাক সেনার মৃত্যু হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে। কভার ফায়ার আটকাতে পাকিস্তানের একটি পোস্ট লক্ষ্য করে গুলি ছোঁড়ে ভারতীয় সেনা। প্রসঙ্গত গত সোমবারও পাক সেনা ভারতীয় সেনাদের লক্ষ্য করে সীমান্তে গুলিবর্ষণ করে। পাক সেনার গুলিতে মৃত্যু হয় সেপাই পুষ্পেন্দ্র সিংয়ের।

Share
Published by
News Desk