State

বাংলার বেস ক্যাম্পে আত্মহত্যা বায়ুসেনা জওয়ানের

Published by
Shaoni Dutta

এক বায়ুসেনা জওয়ানের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের সুরিচুয়া এয়ার বেস ক্যাম্পে। গুজরাটের বাসিন্দা ওই জওয়ান নিজের ইনসাস রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে।

বায়ুসেনা ও পুলিশ সূত্রে খবর, পরমিজ ধনরাজ সিং নামে ২১ বছর বয়সী ওই তরুণ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার বিকালে সকলের অলক্ষ্যে তিনি নিজের মাথায় গুলি চালান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর সহকর্মী ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। পরমিজের দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

Share
Published by
Shaoni Dutta